প্রথম প্রথম আপনাকে একটু কঠিন মনে হতে পারে কিন্তু ফটোশপ এর মত এটিও খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন । নেট স্পীড এর জন্য খুব বেশি ছবি আমি যুক্ত হয়তবা করতে পারবনা । তাই আমার কথা গুল মন দিয়ে পড়ে বুঝার চেষ্টা করবেন ।তবু যদি সম্যসা হয় আমার সাথে মেইল এ যোগাযোগ করবেন স্ক্রীশসট,ভিডিও বা কথা বলে, আমার সাধ্যমত আপনাদের বোঝানর চেষ্টা করব ।আপনার কাজ হল মনে করুন ফ্ল্যাশ এক মুঠো কাদা আমি দুই হাত দিয়ে চেপে চেপে বল বানিয়ে দিলাম আপনি মুচকি হেসে বল, ডুগি তবলা ,টেবিল,পুতুল,শহীদ মিনার ইত্যাদি বানিয়ে আমাকে বলুন আমি আপনার চেয়ে ভাল পারি ।আমার চাওয়া এতুকুই ।কারন আপনি এভাবে সামনে এগুলে আমি আপনাকে সেখাতে পারব ডুগি তবলা বাজানো পুতুল নাচানোর পদ্ধতি গুল ।আমার ধারনা আপনার ইচ্ছে থাকলে আপনি অনেক পুরনো ব্যবহার কারিদের নিচে ফেলে উপরে উঠে যাবেন ।ভুলে যাবেন না ফ্ল্যাশ নাম টি ছোট কিন্তু এর পরিধি অনেক এক রকম সমুদ্রের মত !তো শুরু করা যাক ।
ফ্ল্যাশ ওপেন করলে নিচের চিত্রের মত দেখাবে একটি সাদা পেজ আপনার হাতের বামে টুল বক্স, মেনুবার,টাইম লাইন ,লেয়ার ,স্ক্রীন নিচে অ্যাকশন ফ্রেম,PROPERTIES .প্যনেল কিছুটা ফটোশপ এর মত দেখাবে ।
আজকে আমি টুলস নিয়ে আলচনা করব -
সাধারনত টুলস গুলর কাছে মাউস পয়েন্টার নিয়ে গেলে টুলস এর নাম গুল প্রদর্শিত হয় ।এবং আপনি যে কোন টুলস এ ক্লিক করে দেখুন সাথে সাথে প্রপারটিজ এর বিভিন্ন অপশন গুল পরিবর্তন হচ্ছে এবং প্রপারটিজ পরিবর্তন করার স্বাধীনতা আপনার আছে বিষয় টি খুব মজার ।
প্রথমে আপনার স্টেজের প্রপারটিজ ব্যকগ্রউন্ড বায় ডিফল্ট সাদা এবং পেজ সাইজ ৫৫০ x৪০০ পিক্সেল থাকে ফ্রেম রেট ১২ থাকে । ব্যকগ্রাউন্ড এর কালার বক্স এ ক্লিক করে আপনার পছন্দ মত কালার নিয়ে ফেলুন অন্যান পরিবর্তন করে দেখুন ।
Oval Tool- এবার আপনি অভেল বা বিত্ত টুলস এ ক্লিক দিন ।এবার ডান বাটন চেপে ধরে থেকে একটি বিত্ত আঁকুন ।তবে মাউস ছাড়বেন না আমাকে ডেকে বলবেন ভাইয়া একটা ম্যাজিক দেখুন আমি মাউস টি ছেড়ে দিলেই সুন্দর রঙে ফিল হয়ে যাবে এই বিত্ত টি ।
Rectangle Tool- এবার ওভেল টুলস এর মত করে চতুর্ভুজ অংকন করুন ।এবার কিছুক্ষণ বিভিন্ন ভাবে স্টেজে আঁকি বুকি টানুন একটি স্কেল বা অন্য কিছু আঁকতে চেষ্টা করুন ।মজার বিষয় হল Radius বাড়িয়ে কমিয়ে আপনি মার্কার পেন ,হাতল,পিলার ,মোমবাতি,এমন কি বিত্ত আঁকে পারবেন । Radius বাড়াতে কমাতে Rectangle Tool এ ডাবল ক্লিক দিন ।তার পর ১২ ১৫ ২০ এক কথাই আপনার প্রয়োজন মত সংখ্যা দিন ।
Text Tool - এ টুলস লেখা লেখির কাজে ব্যবহার হয় ।
Arrow Tool - এ টুলস দিয়ে আপনার ডিজাইন এর সম্পূর্ণ বা নিদিষ্ট কিছু অংশ সিলেক্ট করা, মুছে ফেলা বা ড্র্যাগ করা যায় ।
Sub select Tool - ডিজাইনে একাধিক পয়েন্টার সৃষ্টি করে ।এবং আপনাকে মডিফায় করার সুযোগ করে দেয় ।
Line Tool - সরল,বক্র ইত্যাদি প্রকার লাইন অঙ্কনের কাজে এই টুলসটি ব্যবহার হয় ।
Lasso Tool– ডিজাইনে ইচ্ছে মত কিছু অংশ সিলেক্ট করা মুছে ফেলা বা মুভ করার কাজে ব্যবহার হয় ।
Pen Tool– বুস্তেই পারছেন পেন টুলস এর কাজ কি হতে পারে ? সরল,বক্র ইত্যাদি প্রকার লাইন অঙ্কনে কিছু লেখার কাজেও ব্যবহার করতে পারেন ।
এবার আপনি এই টুলসগুলো ছাড়া ও যে টুলস গুলর ব্যাপারে আমি উল্লেখ করিনি সে গুলো ব্যাবহার এর চেষ্টা করুন ।মনের মত করে টেবিল ,চেয়ার ,বল ,টর্চ লাইট ,মাছ ,চাঁদ ,মেঘ , প্লেন ইত্যাদি আঁকতে চেষ্টা করুন ।আপনার আঁকার মান এখন খুব ভাল হবেনা তবে কিছুদিনের মধ্যেই আরও টুলস ও কিছু টেকনিক আপনার রপ্ত হবে আপনি ফ্লাশের প্রেমে পড়ে যাবেন ।কিন্তু ফ্ল্যাশ আপনার প্রেমে সহজে পড়তে চাইবেনা ফ্ল্যাশকে আপনার প্রেমের ফাঁদে ফেলতে চাইলে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর ,ড্রিমওয়েভার ,কিছু প্রোগ্রামিং কিছু থার্ড পাট সফট ও প্লাগিন ইত্যাদি জানতে হবে তবে ফ্ল্যাশ আপনার কথা মত উঠবস করবে ।ফ্ল্যাশ আপনাকে সপ্নে দেখা দিবে নিত্য নতুন প্রজেক্ট এর প্ল্যান দিবে নেট থেকে আপনাকে আয় এর পথ দেখাবে ।আয়ের পথ দেখাখ আর না দেখাক আমাদের শিখে রাখলে ক্ষতি কি ?
0 comments:
Post a Comment