Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

Windows 7 এর জন্য একটি অসাধারন সফটওয়্যার, না দেখলে মিস করবেন

Friday, August 5, 2011

আমাদের কম্পিউটার কে পরিস্কার রাখার জন্য কত ধরনের সফটওয়্যার ব্যাবহার করতে হয়, জাঙ্ক ফাইল, টেম্পোরারি ফাইল, registry ইত্যাদি কত কিছু। কেমন হত যদি সব এক সাথে পাওয়া যেত। এই পোর্টেবল সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার পিসির যাবতীয় সিস্টেম ইনফর্মেশন পাবেন,টাস্ক ম্যানেজার এর মত প্রসেস ম্যানেজার যা শুধু টাস্ক দেখাবে না বিশ্বাস যোগ্য নাকি টাও বলবে, জাঙ্ক এবং টেম্পোরারি ফাইল ক্লিন করবে,registry ক্লিন করবে,registry defrag করবে,startup manage করবে,system speed বাড়াবে, ডুপ্লিকেট ফাইল খুজে বের করবে, uninstall করবে অপ্রয়োজনীয় সফটওয়্যার,ফাইল কপিও করবে আরও অনেক কিছু যা একবারে বলা যাবে না। একবার ব্যাবহার করে দেখুন, তারপর বলুন ভুল বলেছি কি না?
windows 7 aurora green wallpaper Windows 7 এর জন্য একটি অসাধারন সফটওয়্যার, না দেখলে মিস করবেন
ডাউনলোড করুন এখান থেকে 
লিখেছেন shawon rahman

0 comments:

Post a Comment