Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

সফটওয়্যার ছাড়াই পেন ড্রাইভে-এ কপি-পেষ্টের স্পীড বাড়ান

Sunday, January 8, 2012

আমরা সকলেই আমাদের কম্পিউটার এ কম বেশি পেন ড্রাইভ ব্যবহার করে থাকি। পেন ড্রাইভ এ কপি-পেস্ট দূত গতির জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা ইচ্ছা করলে সফটওয়্যার ছাড়াই এর গতি বৃদ্ধি করতে পারি।

এর জন্য প্রথমে আপনি My Computer এ রাইট ক্লিক করে Properties এ যান। তারপর ওখানে Hardware এ সিলেক্ট করুন এবং পরে Device Manager যেতে পারেন।

এরপর Ports (Com & LPT ) থেকে Communications port (COM1) এ ডাবল ক্লিক করে নিন। এরপর Port Settings থেকে Bits per second কে সবোর্চ্চ বিট এ অথ্যাৎ 128000 সিলেক্ট করে দিন।

এরপর আবার Flow Control থেকে Hardware সিলেক্ট করে দিয়ে OK করে বেরিয়ে আসুন।এখন দেখুন কপি-পেষ্টের স্পীড কতটা বৃদ্ধি পেয়েছে।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment