আমরা ফেসবুকে কম বেশি সবাই নতুন নতুন বন্ধু বানানোর জন্য ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়ে থাকি। কিন্তু আমরা আমাদের পেনডিং রিকুয়েস্ট গুলো একসাথে দেখতে পারি না। এক সাথে অনেক পেনডিং রিকুয়েস্ট এর ফলে অনেকের ফেসবুকের ফ্রেন্ড রিকুয়েস্ট সাময়িকভাবে ব্লক হয়ে যায়। পেনডিং রিকুয়েস্ট গুলো দেখার জন্য মজিলার অ্যাডন্স ব্যবহার করা হয় কিন্তু মজিলার নতুন ভার্সনে এটা অনেক সময় এটা কাজ করে না। আমি নিজেও সম্পুর্ণ কাজটা করতে পারি নি। ফেসবুকে “Pending Friend Requests” অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার পেনডিং ফ্রেন্ড রিকুয়েস্ট গুলোর লিস্ট দেখতে পারবেন এবং প্রয়োজনে পেনডিং রিকুয়েস্ট Cancel করতে পারবেন । এছাড়া অ্যাপ্লিকেশনটি তে People Finder অপশন আছে। “Pending Friend Requests” অ্যাপ্লিকেশনটি আপনার অ্যাকাউন্ট এ অ্যাড করার জন্য আপনাকে নিচের লিঙ্ক টা তে ক্লিক করে “Pending Friend Requests” অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে হবে।
একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুকে খুব সহজে বের করে ফেলুন আপনার পাঠানো ফ্রেন্ড রিকুয়েস্ট এর লিস্ট
Wednesday, January 18, 2012
Labels:
FACEBOOK Tips
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment