Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফায়ারফক্স ব্রাউজারের পারফরম্যান্স ১০০% গতি বাড়ান

Sunday, January 8, 2012

মজিলা ফায়ারফক্স ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এতে নিত্য নতুন বিভিন্ন ফিচার যোগ করা যায়।ম্যানুয়ালী অনেক কাজ করা যায় ।আজ সেরকমই একটি কাজ শেখাবো আপনাদের ।কাজটি আপনাদের অনেকের কাছে বেশ ঝামেলাপূর্ন মনে হতে পারে ।কিন্তু একবার ধৈর্য নিয়ে কাজটি সম্পাদন করলে ব্রাউজারের পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভালো হবে । এজন্য প্রথমে এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, এখন ফায়ারফক্স কনফিগারে   মেনু পাবেন।
  • এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)
  • একই ভাবে network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন।
  • এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান ৪ এর পরিবর্তে ৮ দিন।
  • এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০। Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New এ ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
  • একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ৫,
  • ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০,
  • content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000,
  • content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000,
  • browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
  • এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন বুলিয়েন Preference তৈরী করুন এবং মান true দিন।

0 comments:

Post a Comment