- 1 গিগাহার্টজ ( GHz) অথবা এর থেকে দ্রুততর 32-bit ( x86) অথবা 64-bit (x64) প্রসেসর
- 32-bit ( x86) ও 64-bit (x64) এর জন্য কমপক্ষে 1 ও 2 গিগাবাইট (GB) র্যাম লাগবে যথাক্রমে
- 32-bit ( x86) ও 64-bit (x64) এর জন্য হার্ডডিস্ক এ কমপক্ষে 16 GB ও 20 GB ফাকা জায়গা লাগবে
- DirectX 9 , WDDM 1.0 এবং Pixel Shader 2.0 সাপোর্ট করে এমন গ্রাফিক্স হার্ডওয়্যার লাগবে ।
এবার আসি কাজের কথায় । উইন্ডোজ ৭ এ বুট / স্টার্ট আপ টাইম কমানোর জন্য অনেক গুলো কাজ এর ভেতর খালি একটা বর্ণনা করব এই টিউন টিতে । বাকিগুলোও ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে লিখে যাবো
- প্রথমেই Start মেনু থেকে RUN এ ক্লিক করুন অথবা WIN key + R চাপুন কীবোর্ড এ ।
- RUN ওপেন হলে নিচের চিত্রের মত করে ওপেন বক্স এ msconfig লিখে এন্টার চাপুন অথবা OK তে ক্লিক করুন

3. এতে করে আপনার system configuration ওপেন হবে । ওখানে ৫ টা ট্যাব থাকে । এর ভেতর ২ নাম্বার ট্যাব BOOT এ ক্লিক করুন

4. নিচের চিত্রের মত করে Advanced Option এ ক্লিক করুন । এতে Boot Advanced Options নামের একটা উইন্ডো ওপেন হবে

5. Number of Processors অপশন এ ক্লিক করে আপনার পিসি এর সর্বোচ্চ কোর এর নাম্বার সিলেক্ট করুন ড্রপ ডাউন মেন্যু থেকে । এবার OK তে ক্লিক করে System Configuration এ Apply তে ক্লিক করে বের হয়ে পিসি রিস্টার্ট দিন ।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।
0 comments:
Post a Comment