Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

একাধিক ইয়াহু আই ডি তে লগ ইন করুন একসাথে কোন সটওয়্যার ছাড়াই

Sunday, January 22, 2012

yahoo messenger এ আই ডি নেই এমন কেউ কি আছেন ? বরং একাধিক আই ডি আছে এমন হাজারো মানুষ খুঁজে পাওয়া যাবে :D কিন্তু একসাথে আপনি কখনই একাধিক yahoo id তে লগ ইন করতে পারবেন না ! কারন এটা ডিফল্ট ইয়াহু সেটিং । আজ আমি লিখব কিভাবে আপনি এক ই সাথে একাধিক ইয়াহু আই ডি তে লগ ইন করতে পারবেন এবং এক ই সাথে সবগুল ব্যবহার ও করতে পারবেন :D
আমি ধাপে ধাপে কাজ টা বর্ণনা করব :D
ধাপ ১ -
প্রথমেই start menu থেকে run ওপেন করুন অথবা win key + R চাপুন ।
ধাপ ২ -
run command ওপেন হলে নিচের ছবির মত করে ফাঁকা ঘরে লিখুন Regedit এবং এন্টার চাপুন । এতে Registry Directory ওপেন হবে ।

ধাপ ৩ -
Registry Editor উইন্ডো ওপেন হলে বাম দিক থেকে HKEY_CURRENT_USER ——–> Software —> yahoo —>pager—->Test এই অপশন গুলো খুঁজে বের করে শেষ ধাপ Test এ ক্লিক করুন ।

ধাপ ৪ -
এবার উইন্ডো টির ডান পাশে মাউস কার্সর টি নিয়ে রাইট ক্লিক করুন এবং নিউ থেকে DWORD (32-bit) Value সিলেক্ট করুন

ধাপ ৫ -
এটাকে রি-নেম করুন plural লিখে । এবার plural এ ডাবল ক্লিক করুন এবং এর value data কে 1 এবং base হিসেবে Hexadecimal কে সিলেক্ট করুন চিত্রের মত করে এবং OK ক্লিক করে registry থেকে বের হয়ে yahoo messenger রি - স্টার্ট করুন ।

এখন দেখবেন আপনি যতগুলো ইচ্ছে ইয়াহু মেসেঞ্জার চালাতে পারবেন এবং এক এক টা তে এক এক টা ভিন্ন ভিন্ন আই ডি ও ব্যবহার করতে পারবেন

0 comments:

Post a Comment