আমি ধাপে ধাপে কাজ টা বর্ণনা করব
ধাপ ১ -
প্রথমেই start menu থেকে run ওপেন করুন অথবা win key + R চাপুন । ধাপ ২ -
run command ওপেন হলে নিচের ছবির মত করে ফাঁকা ঘরে লিখুন Regedit এবং এন্টার চাপুন । এতে Registry Directory ওপেন হবে । 
ধাপ ৩ -
Registry Editor উইন্ডো ওপেন হলে বাম দিক থেকে HKEY_CURRENT_USER ——–> Software —> yahoo —>pager—->Test এই অপশন গুলো খুঁজে বের করে শেষ ধাপ Test এ ক্লিক করুন ।
ধাপ ৪ -
এবার উইন্ডো টির ডান পাশে মাউস কার্সর টি নিয়ে রাইট ক্লিক করুন এবং নিউ থেকে DWORD (32-bit) Value সিলেক্ট করুন 
ধাপ ৫ -
এটাকে রি-নেম করুন plural লিখে । এবার plural এ ডাবল ক্লিক করুন এবং এর value data কে 1 এবং base হিসেবে Hexadecimal কে সিলেক্ট করুন চিত্রের মত করে এবং OK ক্লিক করে registry থেকে বের হয়ে yahoo messenger রি - স্টার্ট করুন । 
এখন দেখবেন আপনি যতগুলো ইচ্ছে ইয়াহু মেসেঞ্জার চালাতে পারবেন এবং এক এক টা তে এক এক টা ভিন্ন ভিন্ন আই ডি ও ব্যবহার করতে পারবেন
0 comments:
Post a Comment