Snow for Windows নামের এই ছোট সফটওয়্যারটির কাজ হল ডেস্কটপে বরফের ঝড় সৃষ্টি করা। অর্থাৎ আপনার ডেস্কটপে বরফ পরতে থাকবে। মাঝে মাঝে বরফ কণা ছুটে যাবে এ প্রান্ত থেকে ও প্রান্তে। শুধু তাই নয় আপনার ডেস্কটপে বরফ জমে যাবে আর সেখানে বরফ রাজ্যের সাদা মেরু ভাল্লুক এসে উপস্থিত হবে না তা কি করে হয়? হ্যা আপনার ডেস্কটপে সাদা মেরু ভাল্লুক গম্ভির মুখে পায়চারী করতে থাকবে। আর সান্তা মারিয়া তার দলবল নিয়ে ছুটাছুটিতো আছেই।
আপনি আপনার ইচ্ছা মত বরফের আকার, ডিজাইন, ভাল্লুকের সাইজ ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। এছাড়াও এটি স্ক্রিন সেভার হিসেবেও ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ
Snow for Windows | 1.5Mbসাথে সিরিয়াল কী দেয়া আছে।
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।
0 comments:
Post a Comment