Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ওয়ারর্ডপ্রেস এ Contributor কে ছবি আপলোড করার অনুমতির জন্য কোড

Monday, January 30, 2012

আমাদের ওয়ার্ডপ্রেসে তৈরি সাইটগুলোতে কন্ট্রিবিউটারকে সাধারনত ছবি আপলোড করার সুযোগ থাকে না। শুধু মাত্র পোষ্ট করার সুযোগ থাকে। আজ আমি তোমাদের কন্ট্রিবিউটারকে কিভাবে ছবি আপলোডের অনুমতি দিতে হয় সেই কোডটি জানাবো। খুব সোজা কাজ।
তোমার থিমের functions.php ফাইলটি ওপেন কর। (কেউ যদি না বুঝ তাহলে এই ফাইলটির একটা ব্যাকআপ নিয়ে রাখবে)।
নিচের কোডটি এই ফাইলের একদম নিচে পেষ্ট করে সেইভ কর । হয়ে গেল অনুমতি দেওয়া।
if ( current_user_can('contributor') && !current_user_can('upload_files') )
add_action('admin_init', 'allow_contributor_uploads');

function allow_contributor_uploads() {
$contributor = get_role('contributor');
$contributor->add_cap('upload_files');
}
 
Download the code 
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment