CYBERLINK MEDIA SHOW 5

অনেকেই জেনে থাকবেন কিংবা নেটে দেখে থাকবেন এই সফটওয়্যারটি।একটি সফটওয়্যার কিন্তু কয়েকটি সফটের কাজ করে একাই।যেমন ফ্ল্যাশ ফটো গ্যালারী,মিডিয়া প্লেয়ার,সিডি বার্ণ ,কনভার্ট ইত্যাদি।চমৎকার ষ্টাইলে কাজ করে সব কিছু যা আপনাকে বিমোহিত করবে।

আসুন আমি অল্প কথায় কিছু কিছু বোঝাতে চেষ্টা করছি।প্রথম থেকে শুরু করি।
PHOTO
আপনার কম্পিউটারে সংরক্ষিত সব ছবি দেখতে পারবেন ফ্ল্যাশ মোডে যা দেখে সত্যি চোখ জুড়াবে।এছাড়া ছবি এডিট করতে পারবেন ইচ্ছে মত।ছবি দিয়ে স্লাইড শো তৈরী করতে পারবেন।ছবিকে ঘুরানো সহ এংগেল করে দেখতে পারবেন।আর স্বাভাবীক যে ফটো এডিট সেগুলো তো আছেই।

ছবি নিয়েই যতগুলো অপশন আছে তার স্ক্রীণশট দিলে একটা মহা টিউন হয়ে যাবে তাই অল্পতে সারলাম।বুদ্ধিমানরা অল্পতে বোঝে বলে আমার বিশ্বাস।
VIDEO
আর এক কঠিন জিনিস এটি।আমি এগুলো কম বুঝি তারপরেও বুঝেছি যে কাজের জিনিস এটি।আপনার প্রিয় ভিডিওটি এডিটিং করুন মানে ইচ্ছে মত সাজিয়ে নিন মনের মত করে।

ভিডিও এডিটিং এর অনেক কারুকাজ আছে যা আমার পক্ষে বোঝানো সম্ভব নয়।আলো/রং/ঘুরানো,এগুলো তো আছে আরো আছে কিছু

ভিডিও এডিটিং এক্সপার্টরা আশা করি সবকিছু বুঝে থাকবেন.
DISK
ছবি দিয়ে স্লাইড শো কিংবা ভিডিও এডিটিং করার পর তা সিডি আকারে তৈরী করবেন না তাই কি হয়?সফটওয়্যারটি সে চিন্তাও করেছে আপনার জন্য।সিডি তৈরী করুন বিভিন্ন মোডে। দেখুন নীচের ছবিটা

অবাক হবার কিছু নেই আপনার হা করা মুখটা বন্ধ করুন শেষে মাছি ঢুকবে।
CONVERT
এটা আর বাকি থাকবে কেন?এটিও দিয়ে দিয়েছে সফটওয়্যার কোম্পানী।সাধারন কনভার্ট বাদেও আরো কিছুতে কনভার্ট করতে পারবেন যা ছবিতে দেখুন।

আপনি কি আরো কিছু প্রত্যাশা করছেন?আচ্ছা ঠিক আছে আরো কিছু সুখবর দিচ্ছি।আপনার ভিডিও সরাসরি আপলোড করতে পারবেন ফেসবুক কিংবা ইউটিউবে।


এখন থেকে ফেসবুকে ভিডিও আপলোড করতে আর আপনাকে ইউটিউবের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না।এবার নিজের ধারন করা ভিডিও নিয়ে মাতবরী করুন ফেসবুকে।আপনি কি আরো বিস্তারীত জানতে আগ্রহী?তাহলে এখানে ক্লিক করে জেনে নিন সবকিছু।
এতক্ষন শুধু সুসংবাদ দিলাম আর এখন দিচ্ছি দুঃসংবাদ।সেটা হলো সফটওয়্যারটির সাইজ ৩৯৭ মেগাবাইট।যারা ডাউনলোড করতে আগ্রহী তারা তিন খন্ড ১০০ এবং চতুর্থ ঘন্ড ৯৭ মেগাবাইট হিসেবে মোট ৪ খন্ডে ডাউনলোড করুন মিডিয়া ফায়ার থেকে।তাহলে শুরু করলাম.......এ্যাকশন......
এবার পার্টগুলো জোড়া লাগান।ইন্সটল করুন স্বাভাবীক ভাবে।সবকিছু শেষ হলে ডেস্কটপে থাকা mediashow লেখা আইকোনে ক্লিক করুন

এবার ACTIVATE লেখাতে ক্লিক করুন এবং সিরিয়াল নাম্বার দিন

এবং

এবার শুধু উপভোগের পালা।উপভোগ করুন প্রযুক্তির সুরে।
SUPER MP3 DOWNLOAD 4.7.8.6 (PORTABLE)

প্রিয় খালিদ হোসেন ভাই চেয়েছিলেন।এটি পোর্টেবল তাই শুধু ক্লিক করলেই কাজ শুরু হয়।প্রিয় গানটির mp3 খুঁজে পেতে অনেক সময় গলদঘর্ম হতে হয়।তা থেকে মুক্তি দিতে এই পোর্টেবল সফটওয়্যারটি।

কাহিনী কিছুই নেই আপনি বাংলা,হিন্দি,ইংলিশ,চাইনীজ যে গানেরই ভক্ত হোননা কেন সার্চ বক্সে গায়কের নাম কিংবা গানটির প্রথম কথাগুলো লিখে ক্লিক করুন আর দেখুন মজা।

মাত্র ৭ মেগাবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি ডাউনলোড করতে আশা করছি কারো কোন অসুবিধা হবে না।
শুধু গান বলছি কেন?যারা ইসলামী ওয়াজ মাহফিল,কবিতা শুনতেও পছদ করেন তারাও সার্চ দিয়ে দেখুন পান কি না।
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।





0 comments:
Post a Comment