Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

কোন driver লাগবে, বেছে বেছে নিন যেটি দরকার হবে।

Monday, January 30, 2012

আমি কিছুদিন আগে গুগল search করতে বসলাম। তখন অভ্র চালু ছিল। search বক্সে উল্টা পাল্টা লিখে দিলাম। কারন কিবোর্ডের দিকে দেখে লিখছিলাম। হঠাৎ করে ড্রাইবার নামে কিছু আসল।  ওয়েবসাইটে ডুকলাম। দেখি অনেক ড্রাইভার।
তখন ঠিকানাটা সেইভ করে রাখলাম। যদি কারো বা নিজের দরকার হয়। আমার তো এখন দরকার হচ্ছে না। যদি আপনাদের দরকার হেয় তাহলে দেখতে পারেন। মনে হয় ঠিকানাটা সেইভ করে রাখা দরকার। হঠাৎ করে কখন কার দরকার হয় কিছুইতো বলা যায় না।
ওয়েবসাইটের নাম
এই ওয়েবসাইটের মাত্র ১৩টি পেইজ আছে। কিন্তু অনেক ড্রাইভার আছে দেখুন নিচের ছবির মত পাবেন। এখানে উইন্ডোজ xp,7,vista জন্য পাবেন।

এখানে আমি শুধুমাত্র একটু দেখিয়েছি। আরো আছে আপনারাই দেখেন এখান থেকে
ধন্যবাদ সাবইকে, ভাল থাকবেন।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment