
আমরা যারা ডেস্কটপ কম্পিউটার ইওজ করি তারা মাউসের স্ক্রল বাটন দিয়ে স্ক্রল আপ বা স্ক্রল ডাওন করতে পারি

উপরের চিন্নিহিত বাটনটি সবাই চিনেন.

কিন্তু বেশির ভাগ লেপটপে স্ক্রল বাটন না থাকায় স্ক্রলিং করা ঝামেলা হয়ে যায়
কিন্তু লেপটপের এই টাচপেড দিয়েও স্ক্রল করানো যায়
লেপটপে আমরা টাচপেডে এক আঙ্গুল দিয়ে মাউসের পয়েনটারসটা মুভিং করে থাকি
একইভাবে দুইটা আঙ্গুল দিয়ে স্ক্রলিং করা যায়
লেপটপের টাচপেডের উপর দুইটা আঙ্গুল রেখে যে কোনো একটা আঙ্গুল উপর নিচে মুভ করে স্ক্রল আপ ও স্ক্রল ডাওন করানো যায়

আমি আসুসের একটা লেপটপে এই সিস্টেমটা পেয়েছিলাম,যদি আপনার লেপটপে এই সিস্টেমটা কাজ করে তাহলে জানাবেন
এই জাতীয় আরো টিপস আছে.যদি আপনাদের লেপটপে এই টিপসটি কাজ করে তাহলে বাকি গুলা দিবো
কাজ না করলে আমাকে ক্ষমা করবেন,সাথে সাথে জানাবেন
কেউ যদি সামান্য পরিমানেও উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন
0 comments:
Post a Comment