Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

পিসির ড্রাইভ গুলো ওপেন হচ্ছে না ভাইরাসের জন্য? সমাধান নিন

Saturday, February 11, 2012

আজকে খুব কমন একটা প্রবলেম এর সমাধান দেখব আমরা। অনেক সময় ভাইরাসের জন্য আমাদের পিসির ড্রাইভ গুলো ওপেন হয় না। ওপেন করতে গেলেই দেখায় “open with” এটা আসলেই একটা বিরক্তকর অবস্থা। এটা হয় সাধারণত autorun ভাইরাসের জন্য। তাই আমাদের পিসির c,d,e,f বা এই জাতিয় ড্রাইভ গুলো যখনি ওপেন করতে চাই আমরা ব্যর্থ হয়ে থাকি। তাই আজকে দেখব কিভাবে এটার একদম সহজ সমাধান করতে পারবেন।
উপায় -
ক) ‘Run” এ গিয়ে টাইপ করুন “cmd’  (দেখবেন কম্যান্ড প্রমট ওপেন হয়েছে)
খ) এবার টাইপ করুন “cd\” তার পরে এন্টার চাপুন। (কোটেশন দিবেন না)
গ) এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন, যদি সি ড্রাইভ হয় তাহলে ” C: লিখে এন্টার দিন।
ঘ) এবার টাইপ করুন “attrib -r -h -s autorun.inf”
ঙ) এবার টাইপ করুন del autorun.inf

0 comments:

Post a Comment