Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

Unlimited Free SMS পাঠান registration এর ঝামেল‍া ছাড়া

Sunday, February 12, 2012

এখান থেকে মেসেজ পাঠাতে কোন  registration এর ঝামেলা নাই। শুধু দরকার যে মোবইলে মেসেজ পাঠাবেন সেই নাম্বার। পাঠাতে পারবেন Unlimited Message. তবে প্রতিটি মেসেজ এর মাঝে এক মিনিট বিরতি দিতে হবে। মানে এক এক মিনিট পর পর পাঠাতে পারবেন বিশ্বের যে কোন দেশে। বিদেশে প্রতি মেসেজে 2.30 টাকা খরচ হয়। যাদের বিদেশে আত্মীয় থাকে তাদের জন্য নিশ্চয়ই ভাল খবর। দেশে যারা প্রতিদিন অনেক মেসেজ পাঠান তাদের জন্যও ভাল খবর নিশ্চয়ই।
এবার আসুন কিভাবে পাঠাবেন তা জেনে নেই।
ad skip চাপুন।
নিচের মত দেখতে পাবেন। সেখান থেকে Send FREE SMS এ ক্লিক করুন।
একটু নিচে গেলে ছবির মত দেখতে পাবেন। Form টি পূরন করুন।
Send Button চাপুন। নিচের মত দেখবেন। এবার এক মিনিট অপেক্ষা করুন। মনে রাখবেন Send Button চাপার এক মিনিট এর মধ্যে পেজটি reload বা কেটে দিবেন না। তাহলে Message টি যাবে না।
Message টি গেলে নিচের মত দেখাবে।
আপনার Message টি গন্তব্যে চলে গেছে। এবার আরেকটি Message পাঠানো প্রস্তুতি নিন।

0 comments:

Post a Comment