Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফরম্যাট করুন Write Protected USB পেন ড্রাইভ / মেমোরি কার্ড

Saturday, February 11, 2012

অনেক সময় আমাদের পেন ড্রাইভ ফরম্যাট হয় না। ভাইরাস এর কারনে। এছারাও নানান কারনে কিছু কিছু পেন ড্রাইভ ফরম্যাট হতে চায় না। অনেকেই ভেবে বসি পেন ড্রাইভ টি নষ্ট হয়ে গেছে আসলে নষ্ট হয়নি এখন আপনার Write Protected USB পেন ড্রাইভ টিও খুব সহজে ঝামেলা বিহীন ভাবে ফরম্যাট করে নিতে পারবেন। একি ভাবে আমাদের মেমোরি কার্ডের মাঝেও আমরা এই সমস্যা পেয়ে থাকি। সমস্যা যাই হক সমাধান আছে টিউনারপেজে। :)
০১। Transcend Autoformat 
এই টুলস টি ছোট হলেও অনেক কাজের বিশেষ করে  Transcend কোম্পানির মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ এই টুলস টি খুব সহজে এবং দ্রুত ফরম্যাট করতে পারবে।


০২। Mformat
এটিও একটি ভালো টুলস যে কোন পেন ড্রাইভ না মেমোরি কার্ড সহজে ফরম্যাট অথবা পার্টিশন দেয়ার জন্য এতি ব্যবহার করতে পারবেন।
০৩। JetFlash Online Recovery

এই টুলস টি Transcend JetFlash USB ফ্ল্যাশ ড্রাইভার জন্য বিশেষ করে বানানো হয়েছে। এটি দিয়ে আপনি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড সম্পূর্ণ ভাবে নতুনের মতন করে ফ্ল্যাশ করে নিতে পারবেন।
 
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment