Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

আপনার ছবিকে কার্টুনে রূপান্তর করুন

Sunday, March 18, 2012

ফেসবুকে বা অন্য কোন সামাজিক যোগাযোগ সাইটে নিত্য নতুন প্রোফাইল ছবি দিতে আমরা কে না ভালবাসি। অনেকেই নিজের ছবির জায়গায় তারকাদের ছবি বা জনপ্রিয় কার্টুন চরিত্রের ছবি দিয়ে থাকে। জনপ্রিয় কার্টুন চরিত্রের ছবি না দিয়ে আসুন নিজের ছবিকে কার্টুন আকারে দিয়ে চমকে দেই বন্ধুদের।
Cartonize Net ব্যাবহার করে মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে আপনার ছবিকে কার্টুন চরিত্রে রূপান্তর করে আপনিও হয়ে যান কার্টুন সুপার হিরো :D

প্রায় যেকোনো ছবিই কাজ করবে, কিন্তু অধিক ফলাফল পেতে পরিস্কার ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে কম উজ্জল ছবি ব্যাবহার করা ভালো। এই সার্ভিসটি ব্যাবহার করতে, প্রথমেই নির্বাচন করুন আপনি আপনার ছবিটি কি আপলোড করবেন, নাকি অন্য কোন ছবি শেয়ার সাইট যেমনঃ PhotoBucket or Flickr থেকে দিবেন।

এরপর ক্লিক করুন Choose File এবং আপনার ছবিটি নির্বাচন করুন।

আপনার ছবিটিকে কার্টুনে রূপান্তর করতে Cartoonize Now লিখাতে ক্লিক করুন।

কয়েক সেকেন্ড এর মধ্যেই আপনার ছবিটি কার্টুনে রূপান্তর হবে। আপনি এটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করতে পারেন।



সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment