Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডকে র‍্যাম হিসেবে ব্যবহার করুন

Tuesday, March 6, 2012

পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড কমপক্ষে 2GB হতে হবে
১. প্রথমে My  Computer এর Properties এ যান। এখন নিচের মত দেখতে পাবেন…………….
২. এরপর Advanced এ  ক্লিক করুন। এমন একটি Window আসবে…………
৩. Performance এর Settings এ ক্লিক করুন। নিচের মত একটি Window আসবে………….
৪. Performance Settings এর Advanced এdvanced ce Settings বেন র্ড কে ক্লিক করুন। এমন দেখতে পাবেন…………….
৫. Virtual Memory হতে Change এ ক্লিক করুন। নিচের মত একটি Window আসবে…………….
৬. এখন আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড এর ড্রাইভটি সিলেক্ট করুন ………………..
৭. সাধারনত No paging file সিলেক্ট করা থাকে। আপনি Custom size সিলেক্ট করুন……….
৮. এখন, Initial size (MB) -তে আপনার মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ এ যতটুকু জায়গা খালি আছে, তার থেকে অন্তত 30 MB কম লিখুন। এবং Maximum size (MB) –তে তার থেকে 15 MB কম লিখুন। যেমনঃ আমার পেন ড্রাইভে 2030 MB খালি আছে বলে, আমি Initial size (MB) –তে লিখেছি 2000 MB এবং Maximum size (MB) –তে লিখেছি 2015 MB. অর্থাৎ, Maximum size (MB) –তে Initial size (MB) -র তুলনায় 15 MB কম লিখতে হবে। নিচের Screenshot টি দেখুন, তাহলে ব্যাপারটি আরও পরিস্কার হয়ে যাবে…………………….
৯. ‘Set’ বাটন এ ক্লিক করুন। পরে OK ক্লিক করুন। নিচের মত দেখতে পাবেন………………..
১০. OK ক্লিক করুন। এরপর বাকি সবগুলোতে OK ক্লিক করে বের হয়ে আসুন। এখন আপনার কম্পিউটারকে Restart দিতে বলবে এবং নিচের মত একটি Window আসবে…………………
১১. Yes বাটন প্রেস করুন। ব্যাস, কাজ শেষ! এবার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডকে র‍্যাম হিসেবে উপভোগ করুন!!!

0 comments:

Post a Comment