
তারপর যে ফাইল গুলু রাইট করবো সেগুলু সিলেক্ট করে CD/DVD RW Drive এ সেন্ড করি.

এজন্য ফাইলটি সিলেক্ট করে send to অপসনে গিয়ে CD/DVD RW Drive এ সেন্ড করি.

আপনার খালি ডিস্কের ধারণ ক্ষমতা অনযায়ী ফাইল সেন্ড করুন.যেমন আমি যেই খালি DVD টা দিয়েছি তার ধারণ ক্ষমতা ৪.৭ জিবি .সুতরাং আপনি আপনার ডিস্কের ধারণ ক্ষমতার বেশি ফাইল CD/DVD RW Drive এ সেন্ড করবেন না.
ডিস্ক টাইটেল এ আপনার ডিস্কের এর নাম দেন.
With a CD/DVD player এইটা সিলেক্ট করুন.

Next এ ক্লিক করুন.এখন আপনার ফাইলগুলা কপি হবে:

নিচের এই বেলনটাতে ক্লিক করলে আপনি আপনার ফাইলগুলা দেখতে পারবেন:

CD/DVD RW Drive এ ফাইল দিয়ে ভর্তি করার পর CD/DVD RW Drive এ রাইট ক্লিক করে Burn to Disc এ ক্লিক করুন.

ডিস্ক টাইটেলে আপনার ডিস্কের নাম লিখুন.Next এ ক্লিক করুন.আপনি ইচ্ছা করলে আপনার রাইটিং স্পিড বাড়াতে বা কমাতে পারেন:

আপনার ডিস্ক রাইটিং হওয়া শুরু হয়ে গেছে:

ব্যাস আপনার কাজ শেষ.দেখুন কত দ্রুত আপনার CD/DVD টা রাইট হয়ে গেলো:

এই পদ্ধতিতে কেউ রাইট করে সফল হয়েছেন কিনা তা আমাকে কমেন্ট করে জানালে ধন্য হবো.
bootable disc রাইট করার টিপস:*.iso ফাইল ফরমেটে থাকলে তা তো সরাসরিই রাইট করা যায়.কিন্তু অন্য কোনো bootable disc থেকে bootable disc তৈরি করতে হলে bootable disc এ থাকা ফায়ল্গুলা হুবুহুবু কপি করে রাইট করে ফেলুন.তাহলেই দেখবেন আপনি bootable disc বানাতে সক্ষম হয়েছেন:

Video CD/DVD রাইট করার টিপস:একই ভাবে Video CD/DVD তে থাকা ফায়ল্গুলা হুবুহুবু কপি করে রাইট করে ফেলুন.যেমন Video DVD তে থাকা AUDIO_TS ও VIDEO_TS কপি করে রাইট করে ফেলুন:

বি:দ্র: উপরিউক্ত কাজের জন্য আপনার অবস্যই Blank CD/DVD লাগবে
0 comments:
Post a Comment