Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

একের ভেতর সব । জাভা মোবাইলে মিনিমাইজ করে একসাথে একাধিক (Opera Mini Uc Browser Ebuddy 1.5 File Explorer Nimbuzz Fb Chat ….) সফটওয়্যার ব্যবহার করুন

Wednesday, March 14, 2012

সাধারনত অধিকাংস জাভা মোবাইলে সফটওয়্যার মিনিমাইজ করা যায় না বা একটি সফটওয়্যার চালু রেখে অন্য কোন সফটওয়্যার ওপেন করা যায় না ।
অন্য সফটওয়্যার চালু করতে হলে প্রথমে চলতি সফটওয়্যারটি বন্ধ করতে হয় । এটি অত্যন্ত বিরক্তিকর কাজ । বিশেষ করে ফেসবুক বা অন্যান্য সোসিয়াল নেটওয়্যাকে মোবাইল দিয়ে চ্যাট করার সময় চ্যাট ছাড়া অন্য কিছু করা যায় না , ইচ্ছে হলেও ইন্টারনেট এর অন্য কিছু ব্যবহার করা যায় না ।
অন্য কিছু ব্যবহার করার জন্য অপনাকে সফটওয়্যারটি বন্ধ করতে হয় ।
এরপর যখন আবার চ্যাটিং সফটওয়্যারটি ওপেন করবেন তখন অনেক কে.বি. (k.b) খরচ হবে ।[কারন চ্যাটিং সফটওয়্যার চালু করার সময় প্রচুর k.b. খরচ হয় এরপরে অল্প-অল্প করে খরচ হয়]
এছাড়া এইরকম অন্যান্য সফটওয়্যার গুলোর হ্মেত্রেও চলতি সফটওয়্যারটি বন্ধ না করে মোবাইলের অন্য কোন কাজ করা যায় না । এই কারনে আমরা কিছু বিশেষ সফটওয়্যার তৈরী করেছি । এই সফটওয়্যারগুলো কয়েকটি সফটওয়্যার এর সমন্বয়ে তৈরী করা হয়েছে । এখানে Ebuddy + Opera Mini + Royel File Explorer + Uc Browser + Nimbuzz + FB Chat এই সকল ব্রাউজার এর সমন্বয়ে এই বিশেষ সফটওয়্যার তৈরী করেছি ।
এই বিশেষ সফটওয়্যারকে Multi সফটওয়্যার বলা হয় । এই সফটওয়্যারটি ওপেন করে একসাথে একাধিক সফটওয়্যার ব্যবহার করা যাবে ।
প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন এরপর সেখানে একাধিক সফটওয়্যার দেখতে পাবেন, এর মধ্য থেকে যেকোন একটি ওপেন করুন । এবার চালু অবস্থায় অন্য সফটওয়্যার ব্যবহার করতে চাইলে মোবাইলের * চেপে ধরে রাখুন তাহলে সফটওয়্যারটির হোমপেজে চলে আসবেন । এবার অন্যটি ওপেন করুন । এভাবে একাধিক সফটওয়্যারই চালু রাখতে পারবেন । এইটির বিশেষ সুবিধা হল যদি আপনি Ebuddy চালু রেখে Opera Mini / Uc Browser বা অন্যন্য সফটওয়্যার ব্যবহার করলে কেউ যদি আপনাকে চ্যাটে ইনভাইট /ম্যাসেজ পাঠায় তাহলে আপনি Opera Mini / Uc Browser বা অন্যন্য সফটওয়্যার ব্যবহার করা অবস্থায়ও ম্যাসেজ এর টোন শুনতে পাবেন ।
তাহলে আর দেরী না করে এখুনী এই বিশেষ সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিই ।
সফটওয়্যারটি ডাউনলোড করতে
[[এখানে]]
এই Multi সফটওয়্যারগুলো ছাড়া অন্য Multi সফটওয়্যার প্রোয়োজন হলে
[[এখানে]] কমেন্ট করুন । [কোন কোন সফটওয়্যার দিয়ে Multi সফটওয়্যার বানিয়ে নিবেন তা Details লিখবেন]
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment