কম্পিউটারে ওয়াপ সাইট দেখা
কম্পিউটারে ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজারগুলো শুধু এইচটিএমএল ভাষাই পড়তে পারে। এ কারণে কম্পিউটারে ওয়াপ সাইটগুলো খোলা যায় না। তবে ওয়াপ প্রুফ সফটওয়্যার দিয়ে কম্পিউটারেও মোবাইল ওয়াপসাইট দেখা সম্ভব। এ জন্য ঠিকানার ওয়েবসাইট থেকে ওয়াপপ্রুফ সফটওয়্যারটি ডাউনলোড এবং কম্পিউটারে ইনস্টল করে নিন। এরপর অ্যাপ্লিকেশনটি খুলে ওয়াপ ঠিকানা লিখে মড় বাটনে ক্লিক করলেই ওয়াপ সাইট দেখা যাবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment