গুগলে ফটো অ্যালবাম তৈরি
অনলাইনে যাঁরা ছবি সংরক্ষণ করতে এবং তা অন্য ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করতে চান তাঁরা ব্যবহার করতে পারেন গুগলের ফটো শেয়ারিং সুবিধা। এ জন্য পিকাসা নামে গুগলের একটি ফটো শেয়ারিং সাইট রয়েছে। অনলাইনে ছবি সংরক্ষণ করতে প্রথমে http://picasaweb.google.com ঠিকানায় যান এবং আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন করুন। এবার upload বাটনের মাধ্যমে প্রথমে অ্যালবাম তৈরি এবং ওই অ্যালবামে যেকোনো ছবি আপলোডের সুযোগ পাবেন এবং এর লিংক শেয়ার করতে পারবেন।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment