নির্দিষ্ট সময় থেকে ইউটিউবের ভিডিও দেখা
Tuesday, January 4, 2011
অনলাইনে ভিডিও শেয়ারিং জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ইউটিউব। অনলাইনে ইউটিউবের ভিডিও নির্দিষ্ট সময়ে দেখতে হলে প্রথম থেকেই ভিডিও দেখতে হয়। তবে ইউটিউব বর্তমানে নির্দিষ্ট সময় থেকে ভিডিও দেখার সুবিধা দিয়েছে। ফলে এজন্য ইউটিউবের ভিডিও লিঙ্কের শেষে #t=1m2s লিখে ব্রাউজ করলে ১ মিনিট ২ সেকেন্ড থেকে ভিডিওটি দেখা যাবে। এভাবে নির্দিষ্ট সময়ে ভিডিও দেখা যাবে। এছাড়াও চলতি ভিডিও এর ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Copy Video URL at Current Time-এ ক্লিক করলে চলতি সময়সহ ভিডিওটির লিঙ্কটি ক্লিপ বোর্ডে কপি হবে।
Labels:
Online Working site
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment