Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ইউটিউবে আপনার যত ভিডিও

Tuesday, January 4, 2011

সহজে ও বিনামূল্যে আপনি যেমন ই-মেইল, ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পারেন, তেমনি www.youtube.com-এ ভিডিও আপলোড করতে পারবেন। আর ইচ্ছামত আপনার ভিডিও শেয়ার করতে পারেন। বিনামূল্যে রেজিস্ট্রেশন করে এখানে ভিডিও আপলোড বা অন্যের শেয়ার করা ভিডিও ডাউনলোড করা যায়। এখানে ফোল্ডার তৈরি করা যায় তিনভাবে—প্রথমত, ব্যক্তিগত ফোল্ডার; দ্বিতীয়ত, ইউটিউব ব্যবহারকারীদের জন্য শেয়ার ফোল্ডার এবং তৃতীয়ত সবার সঙ্গে (সাধারণ ব্যবহারকারী) শেয়ার। ফলে এখানে একই সঙ্গে আপনার ব্যক্তিগত ভিডিও সংরক্ষণ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন সারা বিশ্বের সঙ্গে। শখের বশে এখানে অনেকে তাদের ব্যক্তিগত ভিডিও, পছন্দের গান, নাটক, মনের কথা আপলোড করে দিচ্ছে। ডাউনলোডের উপযোগী বিচিত্র ও অকাল্পনিক ভিডিও ক্লিপ পাবেন এখানে, যার সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর অজানা-অচেনা মানুষের অভিজ্ঞতা ও ব্যক্তিগত তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, ভিডিও দেখাশোনা ও শেয়ারের স্বাধীনতাই এই ওয়েবসাইটের আকাশচুম্বী জনপ্রিয়তার অন্যতম কারণ। গুগলের প্যাট্রিক ওয়াকরা বলেছেন, ‘প্রথমত এখন প্রচুর পরিমাণে ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে। মানুষের ঘরে ঘরে আছে ব্রডব্র্যান্ড ইন্টারনেট, সংযোগের গতিও এখন আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত। এসব ভিডিও তৈরি করা যায় খুব সহজে। সামান্য একটা ওয়েবক্যাম দ্বারা রেকর্ড করে সঙ্গে সঙ্গে আপলোড করা যায়।’ ইউটিউবের জনপ্রিয়তার কারণে যুক্তরাষ্ট্রের অনেক টিভি চ্যানেল তাদের অনুষ্ঠান ইউটিউবে আপলোড শুরু করেছে। অনেকেই এই ওয়েবসাইটকে ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় মনে করছে।

0 comments:

Post a Comment