
চিত্রঃ বিরক্তিকর মেইল এর উদাহারন
এখানে ধাপে-ধাপে কিভাবে বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করবে তা বর্ননা করা হল ।
জিমেইল জন্য
- ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
- তার পর উপরের ডান কনায় , settings এ ক্লিক করতে হবে ।

- settings এ ক্লিক করলে একটি পেজ আসবে , সেখানে Filters এ ক্লিক করুন ।

- তারপর নতুন যে পেজ আসবে তাতে Create a new filter এ ক্লিক করুন ।
- এবার একটি ফর্ম আসবে তাতে আপনার বিরক্তিকর মেইল অ্যাড্রেস সহ ফর্ম পরুন করুন এবং নেক্সট করুন ।

- এবার আপনার আপনি যা করতে চান তা সিলেক্ট করে নেক্সট করুন ব্যস কাজ শেষ ।

এবার আর বিরক্তিকর মেইল অ্যাড্রেস আপনাকে আর বিরক্তি করতে পারবে না ।
0 comments:
Post a Comment