কোন ফাইল/ফোল্ডার ডিলেট করতে গিয়েছেন কিন্তু ডিলেট হচ্ছেনা,এই সমস্যাই নিশ্চয় কম বেশি সব পিসি ব্যাবহারকারী অনেকবার পরেছেন।এইটি অনেক কারনে হতে পারে,যেমন উইনডোজ এর সিস্টেম ফাইল হলে,কোন রানিং প্রসেস হলে,ভাইরাস হলে ইত্যাদি।ছোট একটা সফটয়্যার এই সমস্যার সহজ সমাধান দিতে পারে।সফটয়্যারটির নাম unlocker।
- ১) প্রথমে এইখান থেকে সফটয়্যারটি ডাউনলোড করুন( filehippo এর website ডান দিকে একদম উপরে দেখুন “Download Latest Version” কথাটা লেখা আছে,উইখানে ক্লিক করে অপেক্ষা করুন কিছুক্ষন পরে দেখবেন ডাউনলোড শুরু হয়েছে)।
- ২)এইবার যেকোন সাধারণ সফটয়্যারের মত ইনসটল করুন(bing toolbar ইনসটল করতে না চাইলে টিক চিহ্নটি আনচেক করুন)।
- ৩)যে ফাইল বা ফোল্ডার ডিলেট হওয়ার নাম -ই নিচ্ছেনা তার উপর মাউস রেখে রাইট ক্লিক করে unblocker এ ক্লিক করুন।
- ৪)যদি ফাইলটি অন্য কোন চালু প্রসেস এর অংশ না হয়ে থাকে তাহলে ” no locking handle found” এই লেখা দিয়ে একটা window দেখাবে।এখন আপনি আপনার ইচ্ছামতো ফাইলটি delete,rename,move করতে পারবেন অথবা ডিলেট করতে না চাইলে “no action” এ ক্লিক করে ok চাপুন।
- ৫)কিন্তু যদি ফাইলটি কোন চালু প্রসেস এর অংশ হয়ে থাকে তাহলে প্রসেসগুলো নতুন একটা window তে দেখাবে।
- ৬)ফাইলটি ডিলেট করতে হলে অবশ্যই চলমান প্রসেসটি/প্রসেসগুলো বন্ধ করতে হবে।
- ৭)সেক্ষেত্রে প্রসেস এর উপর মাউস রেখে লেফট ক্লিক করে “kill process” এ ক্লিক করুন।
- ৮)এইবার ফাইলটি আপনি সাধারণ ফাইল এর মতই ডিলেট করতে পারবেন।
0 comments:
Post a Comment