আপনার প্রিয় কম্পিউটারটি চালান অনেক দ্রুত এবং ঝামেলাহীনভাবে
Tuesday, January 18, 2011
যদি আপনার কম্পিউটার কাজের সময় ঝামেলা করে অথবা slow কাজ করে তখন আপনার মেঝাজ স্বাভাবিক ভাবেই গরম হয়ে যায় তাই না? আর তখন মনে হয় এটাকে ভেংগে ফেলি। সাবধান! এ কাজটি করতে যাবেন না কারন কম্পিউটারের কি দোষ বলুন তার উপর মেঝাজ গরম করে কোন লাভ আছে? দোষ তো আমাদেরই কারন আমাদের অসাবধনতার কারনেই কম্পিউটার কাজের সময় ঝামেলা করে অথবা slow কাজ করে। কম্পিউটারকে ঝামেলা মুক্ত এবং দ্রুত ব্যবহার করতে আপনি ব্যবহার করুন Auslogics BoostSpeed সফটওয়্যারটি। এই সফটওয়্যারটি দ্বারা আপনি অনেক দ্রুত Registry Cleanup, Disk Cleanup, Disk Defragmentation, System Protection করতে পারেন। আর আপনি যদি এগুলো নিয়মিত স্ক্যান দিয়ে ডিলেট করে দেন তাহলে আপনার পি.সি স্বাভাবিক ভাবেই অনেক স্পীডে কাজ করবে। এগুলো ছাড়াও আপনি এ সফটওয়্যারে পাবেন অনেক চমৎকার ফিচার যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একবার সেটাপ দিয়েই দেখুন দেখবেন খুব ভাল লাগবে। সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে।
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment