Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

অপশনাল আপডেট ডিজ্যাবল করা

Tuesday, January 18, 2011

যদি বেশ কিছুদিন ধরে উইন্ডোজ ভিসতা ব্যবহার করতে থাকেন, তাহলে নিশ্চয় উইন্ডোজ ভিসতা আপডেট সম্পর্কে অবহিত হতে পেরেছেন, যা প্রায় পপআপ করে। এসব আপডেটের মধ্যে কোনো কোনোটি আপনার সিস্টেম সুরক্ষার জন্য বেশ সহায়ক। অবশ্য এসব আপডেটের মধ্যে কিছু রয়েছে যেগুলো তেমন দরকারি নয়। যদি আপনার সিস্টেমে বড় ধরনের কাজ করা হয়, তাহলে আপনার জন্য বিরক্তিকর মনে হবে। তাই নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে আপডেটকে ডিজ্যাবল করা যেতে পারে :

* Windows Update বাটন ক্লিক করে ওপেন করুন, যা আপডেটের জন্য প্রম্পট করে।
* View available updates লিঙ্কে ক্লিক করুন।

* এবার যথাযথ আপডেটে ডান ক্লিক করে সিলেক্ট করুন Hide Update অপশন।

0 comments:

Post a Comment