হার্ডডিস্ক পার্টিশন লুকিয়ে রাখা
Tuesday, January 18, 2011
এক কমপিউটার অনেকে ব্যবহার করলে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্নিত হয়। আপনার কমপিউটারের ব্যবহারকারী যদি একাধিক হয়, আপনার তথ্য অন্যদের কাছ থেকে লুকাতে পারেন। এজন্য অন্য কোনো সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন নেই, একেবারে ব্যক্তিগত তথ্য সম্বলিত ড্রাইভটিই লুকিয়ে ফেলতে পারেন। এজন্য প্রথমে Start>Run-এ গিয়ে টাইপ করুন Gpedit.msc. এবার User Configuration>Administration Template>Windows Components>Windows Explorer-এ যান। এরপর দেখবেন ডানদিকে লেখা আছে Hide these Specific drives in my computer. তারপর Properties খুলে যে ড্রাইভটি লুকাতে চান সেটি সিলেক্ট করে Enable করে Ok ক্লিক করে বেরিয়ে আসুন।
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment