Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

হারিয়ে যাওয়া ডেস্কটপ আইকন ফিরিয়ে আনা

Tuesday, January 18, 2011

যদি ভুল করে বা অন্যকোনো কারণে ডেস্কটপ থেকে গুরুত্বপূর্ণ কোনো আইকন যেমন- রিসাইকেল বিন বা কন্ট্রোল প্যানেল মুছে ফেলেন, তাহলে সহজ উপায়ে সেগুলো আবার ফিরিয়ে আনতে পারেন। এজন্য প্রথমে Control Panel>Personalization-এ যান বা ডেস্কটপে মাউসের রাইট ক্লিক করে Personalize সিলেক্ট করুন। এরপর Change Desktop আইকন লিঙ্ক সিলেক্ট করুন। এখন শুধু যে আইকনটি প্রয়োজন তার পাশে টিক চিহ্ন দিন। এরপর Apply-Ok দিয়ে বেরিয়ে আসুন।

0 comments:

Post a Comment