Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

যেকোন প্রোগ্রাম থেকে আইকন সেভ করা

Tuesday, January 4, 2011

যদি কোন ফাইলের বা প্রোগ্রামের বা এক্সটেনশনের আইকন সেভ করার দরকার হয় তাহলে ফাইন্ড এ্যাস আইকন সফটওয়্যার দ্বারা তা করা যায়। এজন্য মাত্র ২৮ কিলোবাইটের ফ্রিওয়্যার, বহনযোগ্য এই সফটওয়্যাটি http://sourceforge.net/projects/findasicon থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি চালু করে ঙঢ়বহ বাটনে ক্লিক করে যে ফাইল বা প্রোগ্রাম থেকে আইকন সেভ করতে চান তা চালু করুন। এখন উপরে দেখা যাওয়া আইকনের উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলে সেভ ডায়ালগ বক্স আসবে। এখন ico mn bmp, png, jpg, tif, gif, ফরম্যাটে সেভ করা যাবে।

0 comments:

Post a Comment