Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

হার্ডড্রাইভে জায়গা বাঁচান

Tuesday, January 4, 2011

ধরুন, নতুন কোনো প্রোগ্রাম ইন্সটল না করেও দেখা যাচ্ছে C:\ ড্রাইভের খালি জায়গা কমে যাচ্ছে। এজন্য অবশ্য উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে ‘ডিস্ক ক্লিনআপ’ ব্যবহার করতে পারেন। এজন্য প্রথমে My Computer-এ গিয়ে C:\ ড্রাইভ সিলেক্ট করে মাউসের ডান বোতাম ক্লিক করুন। এরপর Properties সিলেক্ট করে ডিস্ক ক্লিনআপে ক্লিক করুন। এভাবে সব অপশনে টিক চিহ্ন দিন এবং More options থেকে System Restore-এর ক্লিনআপ বাটনটি এবং মেসেজ বক্সে Yes ক্লিক করুন। এবার Ok ক্লিক করুন। দেখবেন অনেক জায়গা বেঁচে যাবে।

0 comments:

Post a Comment