Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্

Tuesday, April 26, 2011

শুরুতে  কিছু  কথা  না  বললেই  নয়  ।  আমি পড়াশোনা করি মেডিকেলে । তাই প্রযুক্তি থেকে একটু দূরেই থাকতে হয় বলা যায় একরকম । তারপরও creative কিছু করার ইচ্ছা ছোটো বেলা থেকেই । আমি যেখানে পড়াশোনা করি সেখানে কেউই  TechTunes এর কথা জানতো না । তাই আমার জানার কোন পথ ছিল না । একদিন ইন্টারনেটে ঘুরতে ঘুরতেই সাইট টা পেয়ে যাই  । প্রথম দেখাতেই ভাল লেগে গেল,কি করবো বলুন ? সেই থেকেই শুরু , যদিও খুব বেশি দিন হয়নি । এখন ক্লাস এর সবাইকে  সাইট টার কথা জানানোটা মোটামুটি আমার দায়িত্ব হয়ে গেছে । ফেসবুক এ না ঢুকলে  যেমন দিন চলে না , এখন তেমন  TechTunes  এ  না ঢুকলেও দিন চলে না  ।  অনেক কথা বলে ফেললাম  । দুঃখিত ।
আমার প্রিয় কাজ হল গ্রাফিকস্ ডিজাইন , যদিও কিছুই পারি না । তারপরও  সারাদিন  চেষ্টা করি,কিছু  করার  ।  ফটোশপ এর কাজ আমার প্রিয় একটা কাজ । এটার  হাতেখড়ি হয়েছে  এই  TechTunes  থেকেই  ।  JHANTU, MITHU ভাই  এদের  টিউনস্  গুলো  দিয়েই  আমার  শুরু  ।  তাদের  থেকে  অনুপ্রেরণা  নিয়েই  আমার  আজকের   প্রথম টিউনস্  ।  আশা  করি  কিছু  ভুল হলে  সবাই  ক্ষমাসুন্দর দৃষ্টিতে  দেখবেন ।
এবার আসল কাজে আসি
শিরোনাম  দেখেই  বুঝতে পেরেছেন  কি নিয়ে  লিখব । তাই আর  দেরি না করে  পর্যায়ক্রমে  পদ্ধতিটা  বলে দেই ।
১. প্রথমে  ফটোশপ  ওপেন করে যেকোনো  রেজুলেশ্যান  এর  একটা  ছবি ওপেন করুন  ।
২. “Text” টুলস  দিয়ে  ছবির  উপরে  যেকোনো  কিছু লিখুন  । আমি  যেমন  এখানে  TechTunes  লিখেছি  । “Move”  টুলস  দিয়ে  লেখাটি  সুবিধামত  জায়গায়  বসিয়ে  দিন  ।
1 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্
৩. এবার  লেয়ার  উইন্ডোর/প্যালেটের  নিচে  “f” চিহ্নিত  বাটনে  ক্লিক করে  “Drop Shadow”  সিলেক্ট  করুন ।  আপনি ইচ্ছা  করলে এই  কাজটি  Layer >  Layer  Style  >  Drop Shadow  এভাবেও   করতে  পারেন  ।
৪. “Drop Shadow”  তে  ক্লিক করার  পর  যে  উইন্ডো  আসবে , তাতে শুধুমাত্র  “Angle”  টা  পরিবর্তন  করে  ১২০ করে  দিন   । বাকি  সব কিছু  ঠিক থাকবে  ।  “Use Global Light”  টি  মার্ক  করুন  , যদি  মার্ক  করা  না থাকে  ।  এটি  অবশই  মার্ক  করা  থাকতে  হবে  ।
63322944 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
৫. এবার  ছবির  লেয়ারটির  অথবা  ব্যাকগ্রাউন্ড  লেয়ার  টির  একটি  ডুপ্লিকেট  লেয়ার  তৈরি  করুন  । এজন্য  ব্যাকগ্রাউন্ড  লেয়ারটির  উপর  মাউসের  Right  বাটন  ক্লিক করে  “Duplicate Layer”  সিলেক্ট  করে  ok  করুন  ।
৬. এবার  টেক্সট  লেয়ারটি  Grab করে  দুই  ব্যাকগ্রাউন্ড লেয়ারের  মাঝে  বসিয়ে  দিন  । এতে  ছবির  উপরের  লেখাটি  চলে  যাবে  ।
13330469 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
৭.  কীবোর্ড  এর  “Alt”  বাটন  চেপে  ধরে , টেক্সট  লেয়ারটি  মাউসের  রাইট  বাটন  ক্লিক করে ধরে  টেক্সট লেয়ার এবং  উপরের  ব্যাকগ্রাউন্ড  লেয়ার  বা  ব্যাকগ্রাউন্ড  কপি  লেয়ারটির  মাঝে  নিয়ে  রাইট  বাটন  ছেড়ে দিন । এতে  নিচের  ছবির  মত  একটা চিহ্ন  আসবে  ।  তখন  মাউসের  লেফট  বাটন  চাপুন  ।  দেখেন আপনার  জলছাপ্  টি  তৈরি  হয়ে  গেছে  ।29776855 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
8 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্
৮. আপনি যদি  এখন  টেক্সটটি  ছবির  অন্য  কোন  জায়গায়  সরাতে  চান , তাহলে  লেয়ার  প্যালেট  থেকে  ব্যাকগ্রাউন্ড  লেয়ার  দুটির  পাশে  যে  চোখের  মত  চিহ্ন  আছে  , তা  উঠিয়ে  দিন  ।  এখন  টেক্সটটি সুবিধামত  জায়গায়  সরিয়ে  আবার  চোখের  মত  চিহ্ন  দুটি  বসিয়ে  দিন  ।
৯. ব্যাস  তৈরি  হয়ে  গেল আপনার  জলছা্প্ টি  ।
9 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্
10 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্
এই  বিষয়  নিয়ে  টিউন  হয়েছিল  কিনা  আমি জানি না  ।  আমি  খুজে পাইনি  ।  যদি  হয়ে থাকে  তাহলে  আমি না জেনে করার  জন্য  দুঃখিত  । আর  বাংলা   ইংরেজি   মিলিয়ে  লেখার  জন্য  ক্ষমা  চাচ্ছি  ।  আমি  যতটুক  পেরেছি  বাংলা  ব্যবহার  করেছি  ।  চেষ্টা করেছি  সহজভাবে  উপস্থাপন  করার  ,  কতটুক  পেরেছি  জানি না  ।  কিছু  ভুল  হলে ক্ষমা করবেন  , যেহেতু  আমি  এই কাজে  একেবারেই  নতুন  ।
বিঃ দ্রঃ মাঝের ৩ তা ছবির  লিঙ্ক  দেওয়ার জন্য দুঃখিত  ।  আমি  কমপক্ষে  ১০ বার  চেষ্টা  করেসি  আপলোড  দেওয়ার , কিন্তু  বার বারই  ছবি  কয়েকটা  কোন  অজানা  কারনে  Broken আসছে  । তাই  বাধ্য  হয়েই  লিঙ্ক  দিতে  হয়েছে  ,  একটু  কষ্ট  করে  দেখে  নেবেন ।

0 comments:

Post a Comment