SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করতে গেলে অবশ্যই কতকগুলো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। প্রথমত SEO কত প্রকার এবং এর কার্যকারিতা। পর্যায়ক্রমে ধীরে ধীরে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখন SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রকারভেদ সম্পর্কে জানা প্রয়োজন। বৈশিষ্ট্যনুসারে একে দুই ভাগে ভাগ করা যেতে পারে।
অন পেইজ অপটিমাইজেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার যথাযথ ব্যবহারের মাধ্যমে একটি সাইটকে সহজেই সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা যায়।এক্ষেত্রে অবশ্যই ত্তয়েব সাইট ডিজাইন এবং ডেভলপমেন্টের উপর কিছু হলেত্ত ধারণা থাকতে হবে।
HTML code, meta tags, keyword ইত্যাদির সাহায্যে একটি সাইটকে সহজেই সার্চ ইঞ্জিন বান্ধব করে তোলা যায়। যে সাইট যত সমৃদ্ধ হবে সেটি সার্চ করতে গেলে প্রথম দিকে থাকবে। এবিষয়ে পরবর্তী টিউনগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে।
অফ পেইজ অপটিমাইজেশন অনপেইজ এর পাশাপাশি একটি সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে রাখতে গেলে অবশ্যই অফ পেইজ অপটিমাইজেন করতে হবে। ওয়েব সাইট অফ পেইজ অপটিমাইজেশন এমন একটি কৌশল যার মাধ্যমে অনপেইজ এর মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারা যায় না অফ পেইজের মাধ্যমে অনেকাংশে সফলতা অর্জন করা সম্ভবপর হয়। কেননা অন লাইন অপটিমাইজেশনে অনেক প্রতিযোগী। কিন্তু সাইট নির্মাতা সাইটে অফ পেইজ অপটিমাইজেন পরিপূর্ণ ভাবে কাজে লাগাতে সক্ষম হয় তবে অবশ্যই সফল হবেন।এই পদ্ধতিতে যেমন অনেক ভিজিটর পাত্তয়া যাবে পাশাপাশি সার্চ ইঞ্জিনে সাইটটির অবস্থান অনেকটাই এগিয়ে যাবে।
ব্যাকলিংক, ফোরাম পোস্টিং,আর্টিকেল সাবমিট করা ইত্যাদি অফ পেইজ অপটিমাইজেশনের অর্ন্তভুক্ত। যা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করা হবে।
একটি সাইট SEO বান্ধব করতে গেলে কতিপয় বিষয় নিয়ে ভাবতে হবে। প্রথমত ডোমেইন। নিজস্ব একটি ডোমেইন থাকলে সার্চ ইঞ্জিনে নিজের অবস্থান দৃঢ করা যায়। কেননা ফ্রি কোন সাবডোমেইন ব্যবহার করলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে তা বন্ধ হয়ে যাত্তয়ার সম্ভাবনা থাকে এবং সকল সুযোগ সুবিধা গ্রহণ করা যায় না। নিজস্ব ডোমেইন থাকলে সহজেই তা রক্ষণাবেরণ করা যায়। এবং নিজের চাহিদা মত পরিবর্তন করা যায়। সার্চ ইঞ্জিন সাবডোমেইনের চেয়ে টপ ডোমেইনকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। তাই ডোমেইন কেনার সময় সবদিক বিবেচনা করে একটি ভালো প্রতিষ্ঠান থেকে কেনা উচিত এবং ভালো একটি নাম/ডোমেইন ক্রয় করা প্রয়োজন। যাতে সবাই নাম থেকেই একটি পরিষ্কার ধারণা গ্রহণ করতে পারে।
on page optimization
off page optimization

HTML code, meta tags, keyword ইত্যাদির সাহায্যে একটি সাইটকে সহজেই সার্চ ইঞ্জিন বান্ধব করে তোলা যায়। যে সাইট যত সমৃদ্ধ হবে সেটি সার্চ করতে গেলে প্রথম দিকে থাকবে। এবিষয়ে পরবর্তী টিউনগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে।
অফ পেইজ অপটিমাইজেশন অনপেইজ এর পাশাপাশি একটি সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে রাখতে গেলে অবশ্যই অফ পেইজ অপটিমাইজেন করতে হবে। ওয়েব সাইট অফ পেইজ অপটিমাইজেশন এমন একটি কৌশল যার মাধ্যমে অনপেইজ এর মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারা যায় না অফ পেইজের মাধ্যমে অনেকাংশে সফলতা অর্জন করা সম্ভবপর হয়। কেননা অন লাইন অপটিমাইজেশনে অনেক প্রতিযোগী। কিন্তু সাইট নির্মাতা সাইটে অফ পেইজ অপটিমাইজেন পরিপূর্ণ ভাবে কাজে লাগাতে সক্ষম হয় তবে অবশ্যই সফল হবেন।এই পদ্ধতিতে যেমন অনেক ভিজিটর পাত্তয়া যাবে পাশাপাশি সার্চ ইঞ্জিনে সাইটটির অবস্থান অনেকটাই এগিয়ে যাবে।
ব্যাকলিংক, ফোরাম পোস্টিং,আর্টিকেল সাবমিট করা ইত্যাদি অফ পেইজ অপটিমাইজেশনের অর্ন্তভুক্ত। যা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করা হবে।SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি
SEO বান্ধব ডোমেইন

0 comments:
Post a Comment