Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফাইল-ফোল্ডার ডিলিট না হলে কি করবেন, তাহলে দেখেন

Sunday, May 22, 2011

বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুনাময় আল্লাহর নামে শুরু করলাম। অনেক সাহস নিয়ে প্রথম টিউন করতে বসলাম। আমরা পিসিতে দেখি যে অবাঞ্চিত ফোল্ডার তৈরি হয়ে যায় অনেক কারন বসত এই রকম
হতে পারে। যাই হোক এই ফোল্ডার গুলু ডিলিট করা যায়না, তখন আমাদের মাথা খারাপ হওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আমার দেওয়া এই সফটওয়্যার দারা আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন  http://www.mediafire.com/?dv2apgkv1kwl72c। সফটওয়্যার টি ডিউনলড করার পর ইন্সটল করুন। তারপর যেই ফোল্ডার ডিলিট হয়না সেই ফোল্ডার এর উপর মাউস এর রাইট বোটম টিপুন তখন আপনি আনলকার নামে একটি ফোল্ডার দেকবেন ওইটাতে কিল্লিক করে ফোল্ডার ডিলিট করবেন। আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করবেন, আশা করি কমেন্ট করবেন। এর আমাকে একটু সাহায্য করবেন আমি কিভাবে প্রোফাইল পিকচার এড করবো। আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন, সুস্তু থাকবেন

0 comments:

Post a Comment