Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি ও মূল্য [সামগ্রিক ও মহাদেশভিত্তিক পরিসংখ্যান]

Sunday, May 22, 2011

internet বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি ও মূল্য [সামগ্রিক ও মহাদেশভিত্তিক পরিসংখ্যান] | Techtunes
আমাদের দেশ বিশ্বের সবচেয়ে কম গতির ইন্টারনেট ব্যবহারকারি দেশগুলোর মধ্যে অন্যতম। ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা কর্তৃপক্ষের অবহেলা ও অনিচ্ছার কারনে উচ্চমূল্য ও স্বল্পগতির ইন্টারনেট ব্যবহারে বাধ্য হই। একটা কথা আমরা প্রায়ই বলে থাকি পৃথিবীর অন্যান্য দেশে ব্রডব্যান্ড স্পিড এত কম না এবং এর চেয়ে সস্তা। এটি কতটুকু সত্যি? আসুন দেখে নেইঃ
ব্রডব্যান্ডঃ
প্রথমেই বলে রাখা ভাল ব্রডব্যান্ড ইন্টারনেট বলতে কি বোঝায়।
ব্রডব্যান্ড বলতে ন্যুনতম 256 কিলোবিট/সেকেন্ড গতির ইন্টারনেটকে বোঝায়। সূত্রঃ Here
ITIF এর রিপোর্টে দেখা যায় উচ্চগতির ব্রডব্যান্ড প্রাপ্তিতে সবচাইতে এগিয়ে আছে জাপান।
দেখা যাক সবগুলো দেশের রিপোর্ট-
Country Highest Speed(mbps) Price Per megabit(US Doller)
মন্তব্য
1. Japan 61 0.27 খুবই উচ্চগতির ও সস্তা
2. Korea* 46 .45 উচ্চগতিরো সস্তা
3. Finland 22 2.77 উচ্চগতির
4. Sweden 18 .63 উচ্চগতির ও সস্তা
5. France 18 1.64 উচ্চগতির ও রিজনেবল
6. Netherlands 9 4.31 উচ্চগতির ও দামী
7. Portugal 8 10.99 উচ্চগতির কিন্তু খরুচে
8. Canada 7.6 6.50 উচ্চগতির কিন্তু দামী
9. Poland 7.5 13 উচ্চগতির ও খরুচে
*15. USA 4.8 3.33 মধ্যম গতির কিন্তু রিজনেব
Month- February,2011 >
*এখানে উল্লেখ্য যে কোরিয়ায় ইন্টারনেট ব্যবহারের হার সবচাইতে বেশি ও তা প্রায় ০.৯০/প্রতি বাসা।
এখন চলুন দেখি akamai এর সমীক্ষায় বিভিন্ন মহাদেশের প্রথম Topper দেরঃ
এশিয়াঃ

দেশ এভারেজ স্পিড kbps
ম্যাক্সিমাম স্পিড kbps
Japan 7863 25790
South Korea 12021 32708
Hong Kong 9010 29570
trans বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি ও মূল্য [সামগ্রিক ও মহাদেশভিত্তিক পরিসংখ্যান] | Techtunes
ইউরোপঃ
দেশ এভারেজ স্পিড kbps ম্যাক্সিমাম স্পিড kbps
Sweden 6181 19209
Portugal 3983 16014
Belgium 4768 16509
মিডল ইস্টঃ
দেশ এভারেজ স্পিড kbps ম্যাক্সিমাম স্পিড kbps
Israel 2988 10922
Saudi Arabia 2189 7213
Syria 3034 5911
লাতিন আমেরিকা:
দেশ এভারেজ স্পিড kbps ম্যাক্সিমাম স্পিড kbps
Chile 2202 8896
Colombia 1530 6248
Argentina 1426 6196
উত্তর আমেরিকাঃ
দেশ এভারেজ স্পিড kbps ম্যাক্সিমাম স্পিড kbps
USA 4684 16207
Canada 4796 14590



সম্প্রতি জানা গিয়েছে বাংলাদেশ সরকার ব্যান্ডউইডথ রফতানি করছে। এটি সম্পূর্ণ ভুল একটি সিদ্ধান্ত বলে আইটিসি সেক্টরের বিশেষজ্ঞরা মনে করেন। যে দেশে ইন্টারনেটের গড় স্পিড মাত্র ১০-৩০কিলোবাইট/সেকেন্ড, ব্যান্ডউইডথের দাম  আকাশছোঁয়া, সরাসরি স্ট্রিমিং করে কোন উচ্চমান সম্পন্ন ভিডিও দেখা যায় না, সাধারন লাইনে কোন ভিডিও কনফারেন্স করা এমনকি VOIP কল করা কঠিন হয়ে দাড়ায়, আর SSC/HSC-র ফলাফল বের হবার দিনে রাষ্ট্রীয় শিক্ষাবোর্ডের সাইটে জনগন ফলাফল দেখতে ঢুকতে পারে না ব্যান্ডউইডথ -এর অভাবে, সে দেশ কি করে ব্যান্ডউইডথ রফতানির সিদ্ধান্ত নিতে পারে তা এখন আপনারাই ভেবে দেখুন।

0 comments:

Post a Comment