কিভাবে ফ্রীতে একটি UK নাম্বার পেতে পারেন তা নিয়েই আমার আজকের প্রথম টিউন।
১) প্রথমে এই সাইটটিতে যান www.spikko.com/uk
২) register এ ক্লিক করুন
৩) আপনার নাম এবং অন্যান্য তথ্য দিন
৪) target number এ আপনার মোবাইল নাম্বারটি দিন
৫) click call me তে ক্লিক করুন ( আপনার ফোনে একটি কল আসবে এবং ৮ ডিজিটের একটি পিন নাম্বার বলবে, পিন নাম্বার লিখে রাখুন)
৬) enter the pin এ পিন নাম্বার বসিয়ে submit করুন।
ব্যাস, পেয়ে গেলেন ফ্রীতে একটি UK নাম্বার।
আসলে এই UK নাম্বারে ডায়াল করলে আপনার মোবাইলে কলটি ডাইভারট করা হবে।
UK থেকে কেউ ফোন করলে লোকাল কল রেট কাটবে, তাই যাদের UKতে আত্মীয়-স্বজন আছে তাদের সুবিধাই হল।

0 comments:
Post a Comment