Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

মোবাইল দিয়েই পাস করুন adf.ly লিঙ্ক

Wednesday, January 18, 2012

বর্তমানে অনলাইনের বিরক্তির অন্যতম একটি উৎস হল, adf.ly লিঙ্ক। এই লিঙ্ক মানেই ঝামেলা আর সময় নষ্ট। এই লিঙ্ক দিয়ে গন্তব্য স্থানে যাওয়ার জন্য কম্পিউটার ব্যবহারকারীদের কে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হয়। আর মোবাইল ব্যবহারকারীদের ঘণ্টার পর ঘণ্টা রিলোড করেও গন্তব্য স্থানে যাওয়া সম্ভব হয় না।
মোবাইল ব্যবহারকারীরা নিমোক্ত পদ্ধতিতে adf.ly লিঙ্ক পাস করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন।
১. প্রথমে আপনার adf.ly/***** লিঙ্কে যান।
১ম ধাপ
২. ব্রাউজারের অ্যাড্রেস বারে javascript:showskip(); এই কোডটি দিয়ে এন্টার দিন।
২য় ধাপ
৩. এবার “SKIP AD” একটি অপশন পাবেন। “SKIP AD” এ কিল্ক করলে, আপনি আপনার নিদিষ্ট গন্তব্য পৌঁছে যাবেন।
৩য় ধাপ
বি.দ্রঃ এই নিয়মটি অপেরা ব্রাউজারে কাজ করে। অন্য কোন ব্রাউজারে কাজ করে কিনা, তা পরীক্ষা করে দেখা হয়নি।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment