Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ডেডিকেটেড মিউজিক কি ছাড়াই ব্রাউজার মিনিমাইজ করে মিউজিক শুনুন

Wednesday, January 18, 2012

আমরা অনেকেই গান শুনতে শুনতে ব্রাউজ করে থাকি।কিন্তু যাদের ডেডিকেটেড মিউজিক কি(সাইডে যে গান চেন্জ অথবা ভলিয়ম কমানো বাড়ানোর জন্য যে বাটন থাকে ex:nokia 5130) নেই তারা ইচ্ছেমত গান চেন্জ করতে অথবা ভলিয়ম কমাতে বাড়াতে পারেন না।উদাহরন নকিয়া ২৭০০ ক্লাসিক।তাদের জন্য একটি ট্রিকস।প্রথমে আপনি ব্রাউজার (OPERA MINI or UC browser) ওপেন করুন।এরপর এড্রেসবারে www.youtube.com এ যেয়ে যে কোন ভিডিও সিলেক্ট করুন এবং প্লে করুন।দেখবেন (অপেরা মিনি অথবা UC ব্রাউজার) মিনিমাইজ হয়ে আপনাকে মিউজিক প্লেয়ারে নিয়ে গেছে।এবার দেরি না করে ভিডিও লোডিং PAUSE করে MENU>GO TO MUSIC MENU>ALL TRACKS থেকে গান সিলেক্ট করে শুনতে পারবেন।ওইখান থেকে ভলিয়ম কমাতে এবং বাড়াতে পারবেন।চিন্তার কিছু নেই আপনার ব্রাউজার (অপেরা মিনি অথবা UC ব্রাউজার)তখনো মিনিমাইজ হয়ে থাকবে।একই পদ্ধতিতে আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে MENU>GO TO MUSIC MENU>VIDEO থেকে ভিডিও দেখতে পারবেন।
পরবর্তীতে যাতে আর ইউটিউবের ওয়েবসাইটে যেতে না হয় সেজন্য আপনি ওই ভিডিও পেজটিকে সেভ করে রাখুন আপনার ব্রাউজারে (অপেরা মিনি অথবা UC ব্রাউজারে)।
মন্তব্য করতে ভুলবেন না।

0 comments:

Post a Comment