Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

মোবাইল থেকে ফেসবুক ব্যবহারকারী দের জন্য , অপ্রয়োজনীয় গ্রুপ থেকে মুক্তির সহজ উপায়

Sunday, January 22, 2012

ফেসবুকে রয়েছে কতশত গ্রুপ ,
কোনটা পাবলিক
কোনটা আবার সিক্রেট গ্রুপ
একটার নাম চাদঁনী রাতের বন্ধুরা
তো আরেকটার নাম গেটে বাতের সমাধান
গ্রুপ গুলো সব গুলো কিন্তু কাজের না ,
কিন্তু কিছু এমন গ্রুপ আছে যেগুলো খুব উপকারি এবং প্রয়োজনীয়
যেমন টিজে ক্লাব , মোবাইল হেল্পলাইন , প্রবলেম সলিউশনিং , অপারেটর নিউজ
এসব গ্রুপ থেকে নোটিফিকেশনস আসতে থাকে অবিরত ,
অনেক সময় দেখা যায় ,
একশত নোটিফিকেশনস এর মধ্যে সত্তর
টি নোটিফিকেশন গ্রুপ গুলোর দয়ায় পাওয়া !!!
অনেকের গলায় কাটা হয়ে পড়ে অপ্রয়োজনীয় গ্রুপ গুলোর নোটিফিকেশন , বিশেষ করে যারা মোবাইল থেকে ফেসবুক ব্রাউজ করেন থাকে ,
আজকে আমি যে ট্রিকস টি শেয়ার করবো তা হয়তো অনেকেই জানেন ,
এইটা কিন্তু তাদের জন্যে না এই ট্রিকসটা আমি শুধু এবং শুধু নবীন দের জন্য শেয়ার ও উত্‍সর্গ করলাম ,
মোবাইল থেকে ফেসবুক গ্রুপ গুলো আনসাবস্ক্রাইব করার জন্য
কাজের ধারা গুলো ,
প্রথমে মোবাইল থেকে ফেসবুকে লগ ইন করুন
হোমপেজের নিচের দিকের বুকমার্ক থেকে গ্রুপ এ যান
আপনার অপ্রয়োজনীয় একটি গ্রুপ সিলেক্ট করুন
গ্রুপটি ওপেন হলে , এটির ইনফো তে ক্লিক করুন ,
ইনফো আসলে নিচের দিকে দেখবেন leave group লিখা আছে , ওটা তে ক্লিক করুন
আপনার কাছে জানতে চাইবে , আপনি কনফার্ম করুন যে আপনি গ্রুপটি ত্যাগ করতে ইচ্ছুক ,
ব্যস আপনার কাজ শেষ
এভাবে একটি একটি করে সব অপ্রয়োজনীয় গ্রুপ ত্যাগ করুন

0 comments:

Post a Comment