Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফায়ারফক্সের ব্যাকআপ রাখুন কোন সফটওয়্যার ছাড়া

Sunday, January 22, 2012

ফায়ারফক্স ওপেন করে Help মেনু থেকে Troubleshooting Information এ ক্লিক করুন।


ফায়ারফক্স বন্ধ করে এই ফোল্ডারের সবকিছু হার্ডডিস্কের অন্যকোন জায়গায় কপি করে রাখুন। ( ব্যাকআপ রাখা হল)
পরবর্তীতে রিষ্টোর করতে একইভাবে Help>Troubleshooting Information এ ক্লিক করে Application Basics এর Open Containing Folder এ ক্লিক করুন। ফায়ারফ্ক্স বন্ধ করে যেখানে ব্যাকআপ রাখা হয়েছিল সেখানে থেকে সবগুলো ফাইল কপি করে এখানে পেষ্ট করে দিন। Replace কমান্ড আসলে Yes চাপুন।
ফায়ারফক্স চালু করে দেখুন সবকিছু আগের মত হয়ে গেছে। শেষে ছোট একটা টিপস_ আপনি ফায়ারফক্সের কোন Version ব্যবহার করছেন জানার জন্য Help>About Firefox এ ক্লিক করুন।

0 comments:

Post a Comment